Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

    ঘোড়াঘাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরস্থ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত। উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের পশ্চিম পাশে পুরাতন সাব-রেজিস্ট্রি ভবনের দুইটি কক্ষে আনসার ও ভিডিপি অফিসের কার্যক্রম চলমান রয়েছে। আনসার ও ভিডিপি অফিসের পশ্চিম পাশে রয়েছে উপজেলা সেটেলমেন্ট অফিস, উপজেলা সমবায় অফিস ও উপজেলা যুব উন্নয়ন অফিস। সবগুলো অফিস একই ভবনে পাশাপাশি অবস্থিত। ইতোমধ্যে উপজেলা আনসার ও ভিডিপি’র নিজস্ব অফিস ভবন নির্মাণের জন্য উপজেলা পরিষদ চত্বরে  ০.১৫ (একর) বা ১৫ শতাংশ জায়গা উপজেলা পরিষদ  রেজুলেশনের মাধ্যমে বরাদ্দ প্রদান করেছে। উক্ত জায়গাটির উত্তর পাশে রয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবন, পূর্ব পাশে রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অফিস, দক্ষিণ পাশে একটি পুরাতন অফিস ভবন এবং পশ্চিম পাশে উত্তর দক্ষিণ বরাবর রাস্তা এবং তার ঠিক সামনে রয়েছে একটি দিঘী। খুব শিগ্রই নতুন অফিস ভবনের নির্মাণ কাজ শুরু হবে।

 

   ঘোড়াঘাট উপজেলায় বর্তমানে অফিস প্রধান হিসেবে ০১ জন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ই্উএভিডিও) কর্মরত  রয়েছেনে এবং  । উপজেলা প্রশিক্ষক (পুরুষ) ০১ জন ও উপজেলা প্রশিক্ষিকা (মহিলা) ০১ জন পদগুলো বর্তমানে শূন্য রয়েছে।

 

    ঘোড়াঘাট উপজেলায় মোট ০৪ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভা রয়েছে। উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায়  ভাতা প্রাপ্ত জনবলের প্রাধিকার রয়েছে মোট ৩৮ জন  । কর্মরত জনবল ৩৭ জন। ০১ টি ওয়ার্ড দলনেতার পদ শূন্য রয়েছে।

 

ছকে কর্মরত ভাতাপ্রাপ্ত জনবলের সংখ্যাত্মক পদবিন্যাস

ক্রঃ নং

ইউনিয়ন/পৌরসভা

দলনেতা

দলনেত্রী

ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার

সহকারি ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার

০১

০১ নং বুলাকিপুর ইউনিয়ন

০১

০১

০১

০১

০২

০২ নং পালসা ইউনিয়ন

০১

০১

০১

০১

০৩

০৩ নং সিংড়া ইউনিয়ন

০১

০১

০১

০১

০৪

০৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন

০১

০১

০১

০১

০৫

ঘোড়াঘাট পৌরসভা

০৮

০৯

--

--

০৬

উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ০১ জন।

০৭

উপজেলা সহকারি আনসার কোম্পানি কমান্ডার ০১ জন।  

০৮

উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার ০১ জন।

০৯

উপজেলা সহকারি মহিলা আনসার প্লাটুন কমান্ডার ০১ জন। 

 

    বর্তমানে ০৩ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স -এ আনসার ও ভিডিপি’র জন্য ০১ টি করে অফিস কক্ষ বরাদ্দ রয়েছে। ঘোড়াঘাট ইউনয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স না থাকায় সেখানে কোনো অফিস কক্ষ বরাদ্দ  আফাতত নেই।

   

    ●  উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ও সহকারি আনসার কোম্পানি কমান্ডারের নেতৃত্বে সর্বমোট ১১৫ জন (একশত পনেরো) সদস্যের একটি উপজেলা আনসার কোম্পানি রয়েছে। কমান্ডারগণ ব্যতীত কোম্পানির অবশিষ্ট ১১৩ জন সদস্য স্বেচ্ছা-শ্রমের ভিত্তিতে কর্মরত রয়েছে।

     ● উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার ও সহকারে মহিলা আনসার প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ৩২ (বত্রিশ) সদস্য বিশিষ্ট একটি মহিলা আনসার প্লাটুন রয়েছে। কমান্ডারগণ ব্যতীত প্লাটুনের অবশিষ্ট ৩০ জন সদস্য স্বেচ্ছা-শ্রমের ভিত্তিতে কর্মরত আছেন।

     ● প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন দলনেতার নেতৃত্বে একটি পুরুষ ভিডিপি প্লাটুন ও ইউনিয়ন দলনেত্রীর নেতৃত্বে একটি মহিলা ভিডিপি প্লাটুন রয়েছে। উক্ত ভিডিপি প্লাটুনদ্বয়ের দলনেতা ও দলনেত্রী ব্যতীত অবশিষ্ট্য ৩১ জন করে সদস্য ও সদস্যা স্বেচ্ছা-শ্রমের ভিত্তিতে কর্মরত আছে।

     ● এছাড়া প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারি ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ৩২ জন (বত্রিশ) সদস্যের একটি করে আনসার প্লাটুন রয়েছে। কমান্ডারগণ ব্যতীত প্লাটুনের অবশিষ্ট ৩০ জন সদস্য স্বেচ্ছা-শ্রমের ভিত্তিতে কর্মরত আছেন।

    

   ● ঘোড়াঘাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সরকার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুগান্তকারি ভূমিকা রেখে আসছে। সনাতন ধর্মাবলম্বিদের সব থেকে বড় উৎসব শারদীয় দূর্গা পূজায় ঘোড়াঘাট উপজেলায়  নির্মিত ৩৬ টি পূজা মন্ডপে ২০০শ’র অধিক আনসার ‍ও ভিডিপি’র সদস্য/সদস্যাগণ সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকে।

   ● এছাড়া ঘোড়াঘাট উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন ধরনের নির্বাচনে যেমনঃ জাতীয় নির্বাচন,উপজেলা পরিষদ নির্বাচন,ইউনিয়ন পরিষদ নির্বাচন,পৌরসভা নির্বচন সহ সরকার নির্ধারিত অন্যান্য সকল নির্বাচনে আনসার ও ভিডিপি’র ১৭০০শ’র অধিক সদস্য/সদস্যা মোতায়েনকৃত থেকে ‍পুলিশের পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করে থাকে । দেশে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

   ● ঘোড়াঘাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রতি বৎসর উপজেলার এক বা একাধিক ইউনিয়নের নির্ধারিত একটি করে গ্রামে ১০ দিন মেয়াদী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এর আয়োজন করে থাকে। এছাড়াও আরও যেসকল প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা পর্যায়ে কিংবা একাডেমিতে আয়োজন করে থাকে সে সকল প্রশিক্ষণের বিষেয়ে বিস্তারিত প্রশিক্ষণ অংশে তুলে ধরা হয়েছে।

    

    ঘোড়াঘাট উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঘোড়াঘাট বাসীর শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা রক্ষা , প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও উন্নত প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী প্রেরণের মাধ্যমে ঘোড়াঘাট উপজেলায় দক্ষ জনশক্তি সৃষ্টির করে ঘোড়াঘাট উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে সর্বদা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।