Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

২০২১-২০২২ অর্থবছরে ঘোড়াঘাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ পর্যন্ত যে সকল কার্যক্রম সম্পন্ন করেছে --

 

করোনা ভাইরাস তথা কোভিড-১৯ রোগ মোকাবেলায় সরকার প্রদত্ত লকডাউন বাস্তবায়নে ঘোড়াঘাট উপজেলার  ০৬ টি পয়েন্টে  ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছিল।

   

   

ঘোড়াঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি ভাতাপ্রাপ্ত সদস্যের মাঝে প্রায় ৩০০শ’র অধিক গাছ  ২২/৭/২০২১খ্রিঃ তারিখে বিতরণ করা হয়েছে।

 

ঘোড়াঘাট উপজেলায় জাতীয় গণটিকা কার্যক্রমে ১ম ধাপে ০৭/৮/২০২১ খ্রিঃ তারিখে ০৫ টি কেন্দ্রের  ১৫ টি বুথে মোট ৪৫ জন এবং ২৮/৯/২০২১খ্রিঃ তারিখে ২য় ধাপে ০৫ টি কেন্দ্রে মোট ৩৫ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা শৃঙ্খলার কাজে মোতায়েন করা হয়।    

 

 

 → ঘোড়াঘাট উপজেলার ৫০ জন দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্য/সদস্যার মাঝে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ২৬/৮/২০২১খ্রিঃ তারিখে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

  

ঘোড়াঘাট উপজেলা থেকে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণে এ পর্যন্ত ১০ জন  প্রশিক্ষণার্থী প্রেরণ করা হয়েছে, পাশাপাশি কোটা অনুযায়ী ০১ জন কম্পিউটার প্রশিক্ষণার্থী প্রেরণ করা হয়েছে।

  

ঘোড়াঘাট উপজেলার ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের মাঝে ২৬/৯/২০২১ খ্রিঃ তারিখে ঘোড়াঘাট উপজেলার ৪ টি ইউনিয়নে মোট টি তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

  →  ১৪/১১/২০২১খ্রিঃ হতে ২৫/১১/২০২১খ্রিঃ পর্যন্ত সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামে ১০ দিন মেয়াদী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠীত হয়। যেখানে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্য অংশগ্রহণ করেন।

 

→ ২৯/৯/২০২১খ্রিঃ তারিখে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে  জনসাধারনের মাঝে ১০০ টি লিফলেট বিতরণ করা হয়।

 

শারদীয় দূর্গাপূজা/২০২১খ্রিঃ উপলক্ষে ঘোড়াঘাট উপজেলার ৩৯ টি পূজা মন্ডপে নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ৫ টি টিমে মোট ৮৮ জন সদস্য অস্ত্রসহ মোবাইল ডিউটি পালন করে এবং পাশাপাশি পূজা মন্ডপে স্টেইটিক ডিউটি পালন করে।

 

→ পৌরসভা নির্বাচন/২০২১খ্রিঃ ঃ ঘোড়াঘাট পৌরসভায় ২০২১ সালের নভেম্বর মাসের ০২ তারিখে অনুষ্ঠীত পৌরসভা নির্বাচনে ৮১ জন আনসর ও ভিডিপি সদস্য/সদস্যা নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহেণ করেন ।

 

→ ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২২খ্রিঃ ঃ ঘোড়াঘাট উপজেলায় ৩১/০১/২০২২খ্রিঃ তারিখে অনুষ্ঠীত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৬৪৬ জন আনসর ও ভিডিপি সদস্য/সদস্যা নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহেণ করেন ।